Gerund and Participle in Bangla। Gerund and Participle। English Grammar Analysis।short cut /খুব সহজে
Gerund এবং Participles এর ব্যবহার
ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে কিংবা কম শব্দের মাধ্যমে মনের বিস্তৃত ভাব প্রকাশে Ground এবং Participle এর বিকল্প নেই। আপনারা লক্ষ্য করেছেন, অনেক ইংরেজি বাক্য মূল Verb ছাড়াও অতিরিক্ত কিছু ing যুক্ত Verb এবং Past Participle অর্থাৎ d/ed/en/t যুক্ত Verb দ্বারা অহরহ ব্যবহৃত হচ্ছে। আপনি অনেক সময় নিশ্চয়ই অবাক হয়ে যান এ অতিরিক্ত শব্দগুলোর নাম কি বা এদের কাজেই বা কি? ক্রিয়া থেকে আগত এই অতিরিক্ত শব্দগুলো কখনও Noun বা Pronoun এর পরে, আবার কখনও পূর্বে বসে। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক ing – এই ব্যাপারটি কি? এগুলো কোথায় কি অবস্থায় ব্যবহার করা যায় সেটাও ভাববার বিষয়।
ing যুক্ত এবং Verb – এর শেষে d/ed/en/t যুক্ত Verb – এর ব্যবহার নিয়েই আমরা আজ কিছু কথা বলবো। ing যুক্ত Verb – এর নাম Present Participle.
Present Participles ও Gerund দেখতে একই রকম এবং তাদের উৎপত্তিও একই জায়গা থেকে অর্থাৎ ক্রিয়া থেকে। তবে তাদের কাজ অনুযায়ী Verb – এর শেষে ing যোগ করার পর নতুন ফর্মটি যখন Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে এবং যখন Adjective এর মতো কাজ করে তখন তাকে Present Participle বলে। অতএব আমরা বলতে পারি Gerund বাক্য Noun এর মতো বসে এবং Present Participle বাক্যে Adjective এর মতো বসে।
এতএব, আমরা দেখছি দুই ধরনের Participles আছে। Present Participle এবং Past Participle আছে যাকে বলা হয় Perfect Participle.
কীভাবে চিনবেন কোনটি Gerund এর কোনটি Present participle?
নিম্নে Gerund এর ব্যবহারগুলো লক্ষ্য করুন।
Gerund
মূল verb-এর সঙ্গে ing যোগ হওয়ার ফলে তা যদি sentence-এ একই সঙ্গে verb ও noun-এর কাজ করে, তাকে Gerund বলে।
যেমন—
Floating on the water is an enjoyable game.
Playing is a good exercise.
প্রথম sentence-এ ‘float’ -এর সঙ্গে ing যোগ করে floating গঠিত হয়ছে। Floating দ্বারা এখানে ‘ভাসমান’ কাজটি বোঝায় এবং তা রং verb-এর subject অর্থাৎ Floating এখানে noun-এর কার্য সম্পন্ন করে। যেহেতু প্রথম sentence-এ ‘Floating’ একই সঙ্গে noun ও verb-এর কার্য সম্পন্ন করে, তাই তা Gerund.
Gerund বাক্যে কর্তা হিসেবে বসে।
Sentence-এ verb-এর subject রূপে Gerund ব্যবহৃত হয়।
যেমন—
Swimming is a good exercise.
এখানে swimming, is verb-এর subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
Travelling might satisfy your desire for new experience.
Gerund বাক্যে object হিসেবেও বসে।
Sentence-এ verb-এর object রূপে Gerund ব্যবহৃত হয়।
যেমন—
We enjoyed catching fish
এখানে, Catching, enjoyed verb-এর object রূপে ব্যবহৃত হয়েছে।
Stop talking.
Preposition এর পরে অনেক সময় Gerund বসে।
Gerund’ preposition-এর object রূপেও ব্যবহৃত হয়ে থাকে।
যেমন—
Rakib is found of reading.
এখানে, ‘Reading’ of preposition-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
I will call you after arriving at the office.
Please have a drink before leaving.
Subject complement হিসেবেও Gerund বসে।
Verb-এর Complement রূপে sentence-এ Gerund ব্যবহৃত হয়।
যেমন—
My hobby is drawing
এখানে, ‘drawing’ রং verb-এর complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
My cat’s favorite activity is sleeping.
Compound noun- হিসেবেও Gerund বসে।
v Gerund কখনো কখনো Sentence-এ compound noun-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়।
যেমন—
This is the walking place of the city.
এখানে, ‘walking place’ compound noun Gerund হিসেবে ব্যবহৃত হয়েছে।
আবার অনেক সময় শব্দগুচ্ছের সাথে Gerund বসে Gerund Phrase গঠন করে।
যেমন-
Finding a needle in a haystack] would be easier then what we are trying to do. দুটো শব্দ মিলে যখন একটি অর্থ প্রকাশ করে তখন সেই শব্দ দুটোকে আমরা Compound Noun বলি।
Compound Noun গঠন করতেও Gerund ব্যবহার করা হয়। অর্থাৎ Compound Noun এর অংশ হিসেবে বাক্য Gerund বসে।
যেমন-
This is my reading room.
I have lost my sleeping dress.
Passive sense- এ বাক্য Gerund বসে।
যেমন-
I have ten shirts that need washing. (need to be washed).
Nominative Absolute রূপেও sentence-এ Gerund-এর ব্যবহার করা হয়।
যেমন—
Smoking being a bad habit, everybody should avoid it.
এখানে ‘Smoking’ sentence-এর nominative absolute হিসেবে ব্যবহৃত হয়েছে।
এবার চলুন Participles এর ব্যবহার জেনে নেয়া যাক
কোনো sentence-এ verb-এর যে form একই সঙ্গে verb এবং adjective-এর কাজ করে, তাকে Participle বলে।
যেমন—
A blooming flower is beautiful to look at.
এখানে ‘bloom’ Verb-এর সঙ্গে ing যুক্ত হয়ে blooming গঠিত হয়েছে। ‘Blooming’ দ্বারা ফুটছে অর্থে Verb-এর কাজ হয়েছে। অন্যদিকে blooming দ্বারা flower-এর অবস্থা বোঝানো হচ্ছে—অর্থাৎ তা adjective-এর কাজ করছে। সুতরাং বাক্যে blooming verb ও adjective রূপে Participle হিসেবে ব্যবহৃত হয়।
Participle সাধারণত তিন প্রকার—
1. Present Participle
2. Past Participle
3. Perfect Participle
Ø Participle যেহেতু Adjective মত কাজ করে অতএব, Noun বা Pronoun Participle কে Modify করে।
যেমন-
The crying baby had a wet diaper.
Participle যে Noun বা pronoun কে Modify/Qualify করে তার ঠিক আগে বা পরে কিংবা দূরে বসতে পারে।
যেমন-
I saw her drawing a picture. her কে করেছে তার পর বসে, অর্থাৎ যাবৎ এর অবস্থা বর্ণনা করছে।
I know the boy Standing outside the door. একইভাবে the boy কে modify করে তারপর বসেছে।
Don’t try to get into a running bus. bus-কে করছে তার পূর্বে বসে।
Ø Present Participle:
Verb-এর present form-এর সঙ্গে রহম যুক্ত হয়ে যদি verb ও adjective-এর কাজ করে, তাকে Present Participle বলে।
যেমন—Birds are flying in the sky.
P Past Participle:
Verb-এর যে form একই সঙ্গে verb-এর past participle form (verb-এর শেষে en, t) এবং verbal adjective বোঝায় তাকে Past Participle বলে।
যেমন— Don’t sit on a broken chair. (‘broken’ Past Participle chair কে modify করছে তার পূর্বে বসে)
The work was finished.
Perfect Participle:
Perfect Participle কেও Past Participle বলে। Past Participle-এর পূর্বে having যোগ হয়ে Perfect Participle গঠিত হয় এবং verbal adjective-এর কাজ করে।
যেমন—
Having gone to Dhaka, i found a job.
Having finished the work he went to the field.
Perfect participle গঠন করা হয় Having এর পর পরই Verb এর past participle form বসিবে।
Visit: http://englishdept24.blogspot.com
Watch: https://www.youtube.com/c/DepartmentofEnglish/videos
0 Comments
Thanks for your comment.