The Old English Period
ইংরেজি সাহিত্যের [ ৪৫০-১০৬৬] সাল পর্যন্ত সময় কে বলা হয় old English period or Anglo Saxon period ।
Old English period এ খুব বেশি সাহিত্যিকের পরিচয় পাওয়া যায় না। এটি ছিল ইংরেজি সাহিত্যের প্রাথমিক যুগ তাই এই যুগকে বলা হয় The Dawn of English Period.
এই সময় ইংল্যান্ডে যেমন, বর্বরতা চলছিল সাথে সাথে নতুন নতুন উপনিবেশ স্থাপনের যাত্রা শুরু হয়েছিল। সমুদ্র যাত্রা ছিল অনেক প্রিয় বিষয়। নিচে আএ যুগের বেশ কিছু সাহিত্যিকের পরিচয় দেওয়া হল।
১) Adam Bede (এডাম বেডে): He was the first historian of English Literature. His historical book name is (The Ecclesiastical History of the English).
২) Caedmon ( কীডমন): কীডমিন ছিলেন একজন মেষ পালক । তার জন্ম সপ্তম শতকে তবে সঠিক তারিখ জানা যায়নি। তার মৃত্যুর সম্ভাব্য সাল ৬৮০ খ্রীঃ । প্রাচীন যুগে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। সব গুলো গ্রন্থ রচনা করেছেন Anglo Saxon ভাষাতেই। তিনি এ যুগের মিল্টন হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য গ্রন্থঃ Genesis , Exodus and Judith ।
৩) Cynewulf ( কিনেউলফ): ধর্ম কে কেন্দ্র করে যে সব সাহিত্যিক কাব্য রচনা করেছেন তাদের মধ্যে কিনেউলফ অন্যতম । খ্রিষ্টান ধর্মের মাঝে নিজেকে আত্ম্নিয়োগ করে তিনি তার কাব্যের মনিমুক্তা আরহণ করেছিলেন । তার উল্লেখ যোগ্য রচনাসামগ্রীঃ(Juliana , Elena and the Fates of Apostles) |
৪) King Alfred the Great (849-899): দি গ্রেট অর দি গ্রেট আলফ্রেড নামেই তিনি বেশি পরিচিতি । তিনি অনেক ল্যাটিন বই ইংলিশে অনুবাদ করেছেন এ জন্য তিনি বিখ্যাত। উপাধিঃ তাকে “Founder of English Prose “ বলা হয় ।
এই যুগের বিশেষ সাহিত্যঃ অজ্ঞাত কবিদের প্রধান রচনা সামগ্রীর মধ্যে ইংরেজি সাহিত্যের প্রথম বড় কবিতা Beowlf ( বিউলফ) যার মোট লাইন ৩২০০।
আরও কিছু সাহিত্য আছে যেমন;
১)the Wife’s Lament
২)The seafarer
৩)The Husband’s Message etc.
এই যুগের বিশেষ
বৈশিষ্টঃ = Strong belief in fate ; = romantic love is absent ; = Sea
adventure , savagery, and heroic activities were recognized; = end rhyme is
ignored etc ;
Source :An ABC of English literature –Dr. Mofijar Rhaman
0 Comments
Thanks for your comment.